Rahul Gandhi বললেন, \'গোটা দেশ আমার ঘর\'

2023-08-08 1

সুপ্রিম রায়ে সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। সাংসদ পদ ফেরার  পর সোমবার সংসদে হাজির হন রাহুল গান্ধী। মঙ্গবারও বাদল অদিবেশনে হাজির হন রাহুল। তার মাঝেই এবার অসম কংগ্রেসের সঙ্গে বৈঠকের জন্য এআইসিসি দফতরে হাজির হন রাহুল গান্ধী।